গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

হে আমার প্রিয়তমা ( প্রেমের কবিতা)

 হে আমার প্রিয়তমা 

মোঃ আরিফ হোসেন 

                              

কি সুন্দর দৃশ্য

আকাশের কাছে প্রশ্ন করেছিলাম, তুমি কার? 

বলে, আমার। 

পাহাড়ের কাছে প্রশ্ন করেছিলাম, তুমি কার?  বলে, আমার।

সাগরের কাছে প্রশ্ন করেছিলাম, তুমি কার? বলে, আমার 

নদীর কাছে প্রশ্ন করেছিলাম, তুমি কার? বলে, আমার।

পথের ধারে জংলার কাছে প্রশ্ন করেছিলাম, তুমি কার?  বলে আমার।

বনের হরিণীর কাছে প্রশ্ন করেছিলাম, তুমি কার? 

বলে, আমার। 


সবাই বলে তুমি আমার। আসলে তুমি আমার নয়।তুমি অন্য একজনের, যে তোমাকে একটুও   ভালবাসেনা।তুমি আমাকে বল কেন সে ভালবাসেনা।সে যেখানে আছে সেখান থেকে ধরে আনব, বলব, "কেন তুমি তাকে ভালবাসনা"!তার হাতে পায়ে ভালবাসার শিকল পরাব, বলব, 'ভালবাসতেই হবে'! যদি ভাল না বাসে এই যে এই গর্ত দেখছ এখানে কূঁপে রাখব, তারপরও ভালবাসতেই হবে!  "ভালবাসা হল ফুল তুমি ভালবাসবেনা কেন!  তোমার কি হাত নেই, পা নেই, চোখ নেই, হাতের আঙুল নেই তাহলে ভালবাসবেনা কেন!" তারপরও যদি ভাল না বাসে সাড়ে সাত হাজার ফুট পানির নীচে  এমনভাবে   পুঁতে  রাখব যেন আর উঠে আসতে না পারে! 

প্রিয়তমা ভালবাসা হল ফুল তাহলে সে ভালবাসবেনা কেন! তাকে যে ভালবাসতেই হবে!  তোমার ভালবাসা প্রত্যাখ্যাণ করে সে এড়িয়ে বেড়িয়ে চলবে এটা তো হয়না! তোমাকে ভালবাসতেই হবে! 

প্রিয়তমা কাল রাতে  যে রজনীগন্ধা   ফুটেছে, সেও বলেছে, "তোমাকে ভাল বাসতেই হবে"!ভালবাসা হল জাহান্নামের আগুন তাহলে  ভাল বাসবেনা কেন! 

প্রিয়তমা, দূরে কোথাও বেড়াতে যেওনা, ঐ যে  ঐ গর্ত দেখছ, ওখানে এক বিশাল সাপ  আছে, ওখানে বেড়াতে যেওনা! 


Comments

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)